৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ: প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জামায়াতের মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে
জামায়াতের মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে | ছবি: জামায়াতে ইসলামীর ফেসবুক
0

আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দলটির উদ্যোগে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষে এ মহাসমাবেশটি আয়োজন করতে চলেছে দলটি।

সভায় মহাসমাবেশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে একাধিক উপকমিটি গঠন করে সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

আরও পড়ুন:

এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। সভায় উপস্থিত কমিটির সদস্যরা হলেন— মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, মোবারক হোসাইন, আবদুস সাত্তার, আবদুর রহমান মুসা, ড. শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট আতিকুর রহমান, মাওলানা ইয়াছিন আরাফাত, নাজিম উদ্দিন মোল্লা, ড. মনোয়ার হোসাইন, মুহাম্মাদ শরিফুল ইসলাম, অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক, ডা. রুহুল কুদ্দুস বিপ্লব এবং ডা. মাহরুফ শাহরিয়ার।

এসএইচ