জামায়াত আমির বলেন, ‘জাতিকে সুসংবাদ দিচ্ছি, যদি আমরা নির্বাচিত হই তবে আমরা কোন দলকে বাদ দিবনা। সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা নির্বাচনে জয়ী হলে, যারা আমাদের সঙ্গে সরকারে আসবে তাদের প্রতিজ্ঞা করতে হবে, তারা দুর্নীতি করবেন না করতে দিবেন না। বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করবেন না। জুলাই সনদ বাস্তবায়ন করবে। তাদের জন্য জামায়াতের দরজা খোলা থাকবে।’
তিনি বলেন, ‘’২৪ শুধু এখন ইতিহাসের অংশ নয়, আমাদের কলিজার অংশ। আমরা ’২৪ কে যেমন সম্মান করবো, তেমনি ৭১ কেও সম্মান জানাবো।’
সাংবাদিকদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘কাট পিছ নয়, ভালো লাগলে পুরোটা দিবেন তা না হয় দিবেন না।’ এসময় তিনি সাদা কালো করে খণ্ডিত অংশ না দেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘ভালো না লাগলে প্রয়োজন ব্ল্যাক আউট করে দিন আমরা আপনাদের বিরুদ্ধে সংগ্রাম করব না।’





