আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ড. মাহবুব উল্যাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন অর্থনীতি এবং আধিপত্যবাদ বিরোধী রাষ্ট্র ও সমাজ গঠনে ভূমিকা রেখেছেন ড. মাহবুব উল্লাহ।’
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগ যেন বৃথা না যায়।’ গণঅভ্যুত্থানের বিজয়কে সুসংহত করার আহ্বান জানান তিনি।
ফখরুল বলেন, ‘গণঅভ্যুত্থানে বিজয়কে সুসংহত করতে হবে। মতপার্থক্য থাকবে, শহিদদের আত্মাহুতি যেন বৃথা না যায়।’





