জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অনিশ্চয়তায় পড়েছে: ব্যারিস্টার ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যরিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যরিস্টার আসাদুজ্জামান ফুয়াদ | ছবি: এখন টিভি
1

বর্তমান প্রেক্ষাপটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অনিশ্চয়তায় পড়েছে বলে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তার ওপর বরিশালের বাবুগঞ্জে গতকাল (রোববার, ৭ ডিসেম্বর) দুপুরে হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘এ ধরনের অনিশ্চয়তা চলতে থাকলে বাংলাদেশে বিএনপি ছাড়া আর কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না। একা নির্বাচন করে জিততে চাইলে আওয়ামী লীগের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে তাদের।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নিজের দলকে আগে ঢেলে সাজান। দলের ভেতরে ক্রিমিনাল রেখে শহিদ জিয়ার বাংলাদেশ গড়া সম্ভব নয়।’

আরও পড়ুন:

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির একাংশের আচরণে প্রতিদিন তাদের ভোট কমছে। শুধু রোববারের ঘটনায় সারা দেশে বিএনপির ভোট কমেছে ১০ লাখ। এদের রুখতে না পারলে বিএনপিকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।’

গতকাল বাবুগঞ্জে তার ওপর হামলার ঘটনার প্রসঙ্গে বলেন, ‘মীরগঞ্জ সেতু নির্মাণে সঙ্গে জড়িত বিদেশিদের কাছে মালামাল সরবরাহে চাপ প্রয়োগ করা হচ্ছিলো। কোনো দলের বা ব্যক্তির নাম উল্লেখ না করে এ বিষয়ে কথা বলায় হামলা করা হয়।’

হামলার সময় দায়িত্বরত পুলিশের ওসির সাসপেন্ড এবং তদন্ত করে বিচারের মুখোমুখি করার দাবি করেন তিনি।

এসএস