বিএনপি ক্ষমতায় এলে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে: আমিনুল হক

আমিনুল হক
আমিনুল হক | ছবি: এখন টিভি
2

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি সাপোর্ট কার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৬ আসনে দলের মনোনীত প্রার্থী আমিনুল হক।

তিনি বলেন, ‘এ কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের মহিলা সদস্য মাসিক ২,০০০ থেকে ২,৫০০ টাকা অথবা সমমূল্যের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবেন।’ জানান, খাদ্য সহায়তার তালিকায় থাকবে—২৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ২ লিটার সরিষার তেল, মসুর ডাল ও লবণ।

আজ (সোমবার, ৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে আমিনুল হক আরও বলেন, ‘দেশের সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারগুলোকে স্থায়ী সহায়তার আওতায় আনতেই এই উদ্যোগ নেয়া হবে।’

তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভবিষ্যৎ নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করুন। সবার আগে বাংলাদেশ।’

এনএইচ