টাঙ্গাইলে মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

দুই গ্রুপের সংঘর্ষ
দুই গ্রুপের সংঘর্ষ | ছবি: এখন টিভি
1

টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ (শনিবার, ২৯ নভেম্বর) দুপুরে দেলদুয়ারের এলাসিন বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল সরকারকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে সকালে এলাসিন বাজারে মানববন্ধন শেষে সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময় বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া রবিউল আউয়াল লাভলুর সমর্থকরাও লিফলেট বিতরণ করছিলেন।

এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে লাভলুর সমর্থকরা জুয়েল সরকারের মিছিলে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়। এতে কমপক্ষে ৭ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

দেলদুয়ার থানার ওসি সোয়েব খান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ