তাহের ভাইয়ের স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের
ডা. শফিকুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের | ছবি: এখন টিভি
0

অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বর্তমানে তার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

আজ (শুক্রবার, ২৮ নভেম্বর) রাতে ১০টা ১২ মিনিটে ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, সর্বশেষ তথ্য অনুযায়ী জনাব ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ভাইয়ের স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। আশা করা যায়, আগামীকাল তার হার্টে তৃতীয় রিংটি স্থাপন করা হবে ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘মহান রবের দরবারে দোয়া করি— তিনি যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং অতি শিগগিরই তিনি ফিরে এসে দেশ ও জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মহান আল্লাহ তার বান্দার প্রতি সহায় হোন। আমিন ‘

এএইচ