নির্বাচন কমিশন এখনো প্রমাণ করতে পারেনি যে তারা নিরপেক্ষ এমন অভিযোগ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোবারক হোসেন।
আলোচনা সভায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘পর্যবেক্ষকদের মধ্যে আওয়ামী লীগের দোসর আছে কিনা তা খুঁজে বের করে চিহ্নিত করতে হবে।’
আরও পড়ুন:
পর্যবেক্ষকদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক তাসনিম জারা বলেন, ‘এবার নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন।’
সভায় বক্তারা আরও জানান, আগামী নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে পর্যবেক্ষকদের কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশনকে এসব পর্যবেক্ষণ গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে হবে।





