আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে: মোহাম্মদ তাহের

কুমিল্লায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখছেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
কুমিল্লায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখছেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) কুমিল্লা চৌদ্দগ্রামের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। পত্রিকায় দেখলাম নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ভারতে গিয়েছেন। সেখানে কী আলোচনা হচ্ছে, গোপনে কোনো আলোচনা হচ্ছে কি না, এ জাতির কাছে সংবাদ সম্মেলন করে সরকারকে তা পরিষ্কার করতে হবে।’

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘জীবন ও রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে বাংলার মানুষ তাড়িয়েছে, ভারতের আধিপত্যবাদ ও বশ্যতা বাংলার মানুষ আর গ্রহণ করবে না। এ সরকার যদি ভারতের অন্যায় আবদারে ও অন্যায় সিদ্ধান্তের প্রতি নতি শিকার করতে চায় তাহলে আপনাদের পরিণতিও শুভ হবে না।

তিনি বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। বাংলাদেশে দুর্নীতিবাজকে মানুষ আর ভোট দিতে চায় না।’

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবুল হাসনাত আবদুল হালিম, বিশেষ অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট শাহজাহান।

শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবদুল হাকিমের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মনির হোসাইন ও রবিউল হোসেন মিলনের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদের সদস্য ভিপি শাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌর আমীর মাওলানা মু. ইব্রাহীম, শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক আলা উদ্দিন, কুমিল্লা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শাহ মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাওলানা আবদুল্লাহ আল নোমান।

এএইচ