আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে: আমান উল্লাহ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান | ছবি: সংগৃহীত
0

২০২৬ সালের ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) দুপুরে সংসদীয় আসন ঢাকা-২ সাভারের আমিনবাজারে নির্বাচনি প্রচারণায় এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে। যদি কেউ নির্বাচন বানচাল ও চক্রান্ত করতে চায় তবে তা প্রতিরোধ করা হবে।

এ সময় তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হবে। এসময় তিনি বলেন, ‘খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন এবং জাতীয় নির্বাচনে বিএনপি জয়লাভ করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।’

এ সময় নেতাকর্মীদের ঘরে ঘরে যেয়ে ধানের শীষে ভোট চাওয়ার কথা বলেন। সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিন সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এএইচ