জামায়াতসহ আট দলের সমাবেশ চলছে

জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আট দলের সমাবেশ চলছে
জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আট দলের সমাবেশ চলছে | ছবি: বিবিসি
0

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং পিআরসহ পাঁচ দফা দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আট দলের সমাবেশ চলছে। এতে অংশ নিয়েছেন দলগুলোর নেতাকর্মীরা। আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) বেলা দুইটার কিছু পরে সমাবেশ শুরু হয়। রাস্তায় সমাবেশের কারণে পল্টন ও আশপাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, ইসলামপন্থিদের উত্থান দেখে একটি দলের গাত্রদাহ শুরু হয়েছে। যারা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোট চায় না, তারা ঘোলাটে পরিবেশ তৈরি করতে চায়। এর পরিণতি ভালো হবে না।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হতে দেয়া হবে না। আমরা রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি, রক্ত দিয়েই বাংলাদেশকে রক্ষা করা হবে।’ মুখোমুখি দাঁড়ালে বিএনপিকে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, ‘সরকার ৮ দলীয় শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হলে, যে ভাষা প্রয়োগ করলে সরকার বুঝবে, সে ভাষাই প্রয়োগ করা হবে।’

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা জুলাই বিল্পবকে মানবে না, তাদের জন্য ২৬-এর নির্বাচন নয়। আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।’

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করেছে যুগপৎ কর্মসূচি চালিয়ে আসা সমমনা আটটি রাজনৈতিক দল।

এনএইচ