ফেব্রুয়ারির প্রধমার্ধে নির্বাচন পেছালে তার দায় বিএনপি-জামায়াতের: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী | ছবি: এখন টিভি
1

ফেব্রুয়ারির প্রধমার্ধে নির্বাচন পেছালে তার দায় বিএনপি-জামায়াতের বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ (সোমবার, ১০ নভেম্বর) বিকেলে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ফেব্রুয়ারির প্রধমার্ধে নির্বাচন পেছালে তার দায় বিএনপি-জামায়াতের। কেননা, এ দুই দলের রাজনৈতিক দাবি দাওয়ার কারণেই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আটকে আছে।’

দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘নির্বাচনি ডামাডোলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু উপেক্ষা করা যাবে না।’ উপদেষ্টা পর্ষদের সমালোচনা করে তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে সরকার সাপ লুডু খেলছে।’

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সমগ্র বাংলাদেশ রিফর্মকে স্বাগত জানালেও বিএনপি তার বিপরীত অবস্থানে আছে।’ চব্বিশের অভ্যুত্থানের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে এনসিপি বসে থাকবে না এমন হুঁশিয়ারিও দেন তিনি।

এএইচ