আজ (সোমবার, ৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করেন।
এদিকে দলীয় প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করার পরপরই মেহেরপুরে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়।
আরও পড়ুন:
এসময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাসুদ অরুণ বলেন, ‘দলীয় মনোনয়ন নিশ্চিত হয়েছে। তবে নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে মূল শক্তি হচ্ছে জনগণ। মনোনয়নকে কেন্দ্র করে মেহেরপুরের মানুষ, আমার দলীল নেতাকর্মীরা যেন আমাদের আচরণে কোনোদ কষ্ট যেন না পাই সে ব্যাপারে লক্ষ রাখতে হবে। তাই মনোনয়নকে কেন্দ্র করে কোনো রকম গান বাজনা বা আনন্দ মিছিল এর নামে জনগণকে কষ্ট দেয়া যাবে না।’
তিনি বলেন, ‘জনগণের কাছে যেতে হবে সকলের কাছে ভোট চাইতে হবে। আসনটি বিজয়ের মাধ্যমে তারেক রহমানকে উপহার দিতে হবে।’
সেক্ষেত্রে মাসুদ অরুণ আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান।





