দক্ষিণ জেলা যুবদল আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের জনসভায় নেতারা বলেন, সংগঠনের ৪৭ বছরের এ যাত্রায় অনেক বাধা আসলেও গণতন্ত্রের জন্য সংগ্রাম থামেনি, থামবেও না। নতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতে কাজ করবে যুবদল। সেই সঙ্গে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও অঙ্গীকার করেন নেতারা।
সংক্ষিপ্ত জনসমাবেশ শেষে শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ। এসময় ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।





