‘ফ্যাসিস্টের দোসর’ বিষয়ে বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ | ছবি: সালাহউদ্দিনের ফেসবুক
0

‘ফ্যাসিস্টের দোসর’ বিষয়ে বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ (শনিবার, ১৮ অক্টোবর) অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এর উদ্যোগে ‘গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি প্রশ্ন রাখেন, জুলাই যোদ্ধারা কেন বিশৃঙ্খলার দায়-দায়িত্ব নিজেদের কাঁধে নিতে চাচ্ছেন।

তিনি বলেন, ‘জুলাই সনদের মতো ঐতিহাসিক অনুষ্ঠানকে বানচাল করতে  জুলাই যোদ্ধাদের দাবি মেনে নেয়ার পরেও তাদের মধ্যে মিশে জুলাই সনদের অনুষ্ঠান বাঞ্চালের চেষ্টা করেছে একটি পক্ষ।’

আরও পড়ুন:

এসময় নির্বাচন নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘অনেকে মনে করে নির্বাচন বিলম্ব হলে তারা ক্ষমতায় আসবে। বর্তমানে যারা ক্ষমতার কেন্দ্রে আছেন তাদের অনেকেও মনে করেন নির্বাচন বিলম্বে হলে তারা ক্ষমতায় বেশি সময় থাকতে পারবে।’ এসময় তিনি আশা প্রকাশ করেন যে, বিএনপি দেশের মানুষের ভোটে ক্ষমতায় আসবে। 

তিনি আরও বলেন, ‘আমরা যদি মানুষের সামনে সুন্দর রাজনীতির দৃষ্টান্ত রাখতে পারি, তাহলেই কেবল দেশের মানুষ ভরসা রাখবে।’

এসএইচ