পাঁচ দফা দাবিতে নোয়াখালীতে জামায়াতে ইসলামীর মানববন্ধন

জামায়াতে ইসলামীর মানববন্ধন
জামায়াতে ইসলামীর মানববন্ধন | ছবি: এখন টিভি
0

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সহ পাঁচ দফা দাবি নিয়ে নোয়াখালীতে মানববন্ধন আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ (বুধবার, ১৫ অক্টোবর) বেলা ১১টায় দলটির নোয়াখালী জেলা শাখার উদ্যোগে নোয়াখালী টাউন হল মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার চেষ্টা মূলত একটি রাজনৈতিক দলের এজেন্ডা। সরকার তারই পথে হাঁটছে। নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে জনগণ শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে।’

সরকারকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে তারা বলেন, গণমানুষের ৫ দফা দাবি মেনে নিয়ে জাতিকে সংকট থেকে রক্ষা করুন। এতে শুধু জামায়াত নয় গোটা জাতির মঙ্গল হবে। ৫ দফা বাস্তবায়নই গণমানুষের মুক্তির পথ খুলে দেবে। সরকার যদি এ দাবিগুলো উপেক্ষা করে তাহলে আন্দোলন আরও তীব্র হবে।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, নির্বাচনে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করা, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এসময় নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর ইসহাক খন্দকার, নায়েবে আমীর সাইয়েদ আহমেদ, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, জেলা শূরা সদস্য ডা. বোরহান উদ্দিন, শহর আমীর মাওলানা মোহাম্মদ ইউসুফ, সদর উপজেলা আমীর হাফেজ মহিউদ্দিন সহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এএইচ