ইইউ একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত
1

একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে।

আজ (বুধবার, ৮ অক্টোবর) গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন:

বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। যেখানে বাংলাদেশের আগামী নির্বাচন ও ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্যসহ আগামী দিনের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

এএইচ