পিআর দিয়ে একটি পক্ষ আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী ফ্যাসিবাদদের স্বপদে বহাল রেখে নির্বাচন কি সম্ভব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘পিআর নামের যে ভ্রমজাল সামনে আনা হচ্ছে, তা দিয়ে নির্বাচন হলে সে নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করবে। ফ্যাসিবাদের আমলারা এখনো স্বপদে বহাল রয়েছে। তাদের রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
তিনি বলেন, ‘অতীতের ফ্যাসিস্টরা আবারও ২০২৬ সালের নির্বাচনকে কুক্ষিগত করার জন্য তারা উঠেপড়ে লেগেছে।’