বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এনসিপি

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এনসিপির সেমিনার
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এনসিপির সেমিনার | ছবি: এখন টিভি
0

কোনো জোট বা যুগপৎ আন্দোলনে যাবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে বহুদলীয় শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কেবল উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় দলটি। গতকাল (সোমবার, ১৫ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন দলটির নেতারা।

এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘৭২ এর সংবিধান ছিল শেখ মুজিবের ক্ষমতাকেন্দ্রিক, তাই বিদ্যমান কাঠামোয় গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়।’ 

একই অনুষ্ঠানে এনসিপির যুগ্ম-আহ্বায়ক জাভেদ রাসিন বলেন, ‘ক্ষমতার ভারসাম্য নিশ্চিত না হলে কোনো সংস্কারই টেকসই হবে না।’

আরও পড়ুন:

অন্যদিকে আরেক যুগ্ম-আহ্বায়ক সারওয়ার তুষার অভিযোগ করে বলেন, ‘ঐকমত্য কমিশন এখন সালাহউদ্দিন কমিশনে রূপ নিয়েছে।’

এছাড়া আগামী নির্বাচন যেকোনো মূল্যে ড. মুহাম্মদ ইউনূসের অধীনে হওয়ার দাবিও জানান তিনি।

এসএইচ