পদত্যাগ না করে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের রোডম্যাপ দেয়ার দাবি জয়নুল আবেদিনের

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক | এখন টিভি
0

পদত্যাগ না করে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের রোডম্যাপ ও যথাসময়ে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আজ (শুক্রবার, ২৩ মে) প্রেসক্লাবে অপরাজেয় বাংলাদেশে আয়োজিত ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক এক মুক্ত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান তিনি।

এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের দাবিওে জানান তিনি। 

প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান, এমন সংবাদে বিস্ময় প্রকাশ করে জয়নুল আবেদিন বলেন, ‘কোনো উপদেষ্টার পদত্যাগ করতে, অভ্যুত্থানের পর তাদের বসানো হয়নি। সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি।’


এসএইচ