ইতিহাস-ঐতিহ্যকে ধারণ ও বিদেশি সংস্কৃতিকে বর্জনের আহ্বান

0

দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ ও বিদেশি সংস্কৃতিকে বর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ (সোমবার, ১৪ এপ্রিল) জাসাস আয়োজিত বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান তিনি বলেন, 'আনন্দ শোভাযাত্রা বাংলাদেশের সংস্কৃতির অংশ, আওয়ামী লীগের মঙ্গল শোভাযাত্রা নয়।'

এসময় দিল্লিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার দাফন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সালাউদ্দিন আহমেদ আরো বলেন, 'সংস্কৃতি উদযাপিত হবে তবে তা যেন ধর্ম চর্চার পর্যায়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।'

জাসাসের আয়োজনে সকাল থেকে রমনা রানী মঞ্চে জনপ্রিয় শিল্পীরা দেশীয় সংস্কৃতির নানা আয়োজন পরিবেশ করেন।

ইএ