আমাদের সামনে কঠিন সময়: আমান উল্লাহ

এখন জনপদে
রাজনীতি
0

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, বাংলাদেশে আগামীর সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার ও জনগণের সরকার। সেই সরকারকে সামনে রেখে বিএনপি দেশের জন্য কাজ করবে। এজন্য বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেননা আমাদের সামনে কঠিন সময়। সেই কঠিন সময়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং দেশ পুনর্গঠনের প্রস্তুতি নিতে হবে।

আজ (বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গায় বিকেলে শহরের টাউন ফুটবল মাঠে বিএনপির আয়োজিত জনসভায় আমান উল্লাহ আমান আরো বলেন, 'শেখ হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কি না করেছে। দীর্ঘ ছয়মাস বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রেখে অসুস্থ বানিয়েছে। শেখ হাসিনা ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা করেছে। তাদের হত্যার দায়ে শেখ হাসিনা এবং তার দোসরদের ৫৭ বার ফাঁসি হবে। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।'

বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, 'খুনি হাসিনার জায়গা বাংলাদেশে নেই। তাদের প্রেতাত্মাদের জায়গা নেই। তারা যদি দেশে আসার চিন্তা করে তাহলে দেশের মানুষ তাদেরকে জায়গা দেবে না। তাই আমাদের প্রস্তুতি নিতে হবে যেভাবে দীর্ঘ আন্দোলন করে দেশ ফ্যাসিস্ট মুক্ত করেছি সেভাবেই আগামীর নির্বাচনে জনগণের ভোটে বিএনপির নির্বাচিত হবে।'

বিএনপির এ জনসভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির নেতা অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, আব্দুল জব্বার সোনাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে দুপুর থেকেই শহরের টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত এই জনসভায় জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

ইএ