আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) বিকালে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে দেশের সকল সেক্টরে দুর্নীতি করেছে শেখ পরিবার। পতিত শেখ হাসিনা সরকার দেশের ভোটের ব্যবস্থা কে ধ্বংস করেছে।'
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমসহ আরো অনেকে।