তিনি বলেন, ‘আয়নাঘর পরিদর্শনে দেশের সাংবাদিক না নিয়ে যাওয়া দুঃখজনক।’ একইসাথে গুম খুনে নির্দেশদাতা অভিযোগে অনতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, ‘বিগত আমলে যেমন আওয়ামী সরকার উন্নয়নের কথা বলতো, ঠিক তেমনি এ অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে।’
দুদু বলেন, দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।
একই সমাবেশে যোগ দিয়ে বিএনপির আরেক নেতা হারুন অর রশিদ বলেন, ‘আওয়ামী লীগের অনেক দোসর এখনো প্রশাসনের বিভিন্ন পদে বহাল তবিয়তে আছে।‘ এমনকি যারা আয়নাঘরের আলামত নষ্ট করেছে তাদের বিচারের দাবি জানান তিনি।