পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি গোলাম সরোয়ার শনিবার দুপুরে ঢাকা থেকে শাহজাদপুর এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা বিএনপি কার্যালয়ে প্রবেশ করতে গেলে জেলা বিএনপির উপদেষ্টা এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ডা. এম এম মুহিতের সমর্থকরা স্লোগান দিয়ে তাকে বাধা প্রদান করেন। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ও মারপিটের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনার পর দুপুরে গোলাম সরোয়ার সংবাদ সম্মেলন করে অভিযোগ করে বলেন, ‘সদ্য জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হয়েছেন নতুন দায়িত্ব পেয়ে নিজ উপজেলার দলীয় কার্যালয়ে প্রবেশ করতে গেলে এম এ মুহিতের নামে স্লোগান দিয়ে তার উপর চড়াও হয় এবং দলীয় কার্যালয়ে যেতে বাধা দেয়া হয়।’
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন জানিয়েছেন, দলীয় কার্যালয়ে প্রবেশ নিয়ে দুই গ্রুপের হাতাহাতি হয়েছে এখন পরিবেশ শান্ত রয়েছে।