১১ ফেব্রুয়ারি থেকে ১০ দিন বিভিন্ন জেলায় বিএনপির সভা-সমাবেশ কর্মসূচি

দেশে এখন
রাজনীতি
0

১১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১০ দিন পর্যন্ত জেলায় জেলায় সভা সমাবেশ করবে বিএনপি। পরে বিভাগীয় শহর ও মহানগরেও একই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচির কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, 'ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে।'

তিনি বলেন, 'ফ্যাসিবাদের দোসরদের প্রতি সরকারের যেভাবে কঠোর হওযা দরকার ছিল তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে।'

রিজভী বলেন, 'সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস চালাচ্ছে। এসব আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে না পারলে, আবারও ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠবে।'

তিনি আরো বলেন, 'পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা প্রশাসনের অনেক জায়গায় বসে আছে। এমন লোকদের চিহ্নিত না করতে পারলে সরকারের সাফল্য কঠিন। এই সরকারের ব্যর্থতা গণতন্ত্রের ব্যর্থতা।'

ইএ