স্বাস্থ্যখাতে পরিবর্তনের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রস্তাবনা দিয়েছে বিএনপি। আজ (মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি) দলের গুলশান কার্যালয়ে বিএনপির স্বাস্থ্য সংস্কার কমিশনের সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এ সময় স্বাস্থ্যখাতে আওয়ামী সরকারের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেন বিএনপির স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্যরা। ক্ষমতায় গেলে এই প্রস্তাবনা বাস্তবায়নের আশ্বাস দেন খন্দকার মোশাররফ।
এসময় তিনি বলেন, ‘রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমতা হলে দেশের চিকিৎসার মান বাড়াতে হবে।’