এখন জনপদে
রাজনীতি
0

একই ব্যালটে নির্বাচনের প্রত্যাশা সব ইসলামী দলের

আগামী নির্বাচনে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সব ইসলামী দল একই ব্যালটে নির্বাচনের প্রত্যাশা করে বলে জানিয়েছেন দুদলের শীর্ষ ২ নেতা।

আজ (মঙ্গলবার, ২১ ডিসেম্বর) দুপুরে বরিশালের চরমোনাই মাদরাসায় ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

পরে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হন দুদলের আমির। এ সময় একই মঞ্চে পাশাপাশি বসে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা।

উঠে আসে আগামী নির্বাচন ও ভারতীয় আগ্রাসনের বিষয়ে তাদের মতামত। জামায়াতের আমির বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জরুরি সংস্কার প্রয়োজন। যৌক্তিক সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চান তারা।’

ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘৫ আগস্টের পর ইসলামী আন্দোলনের একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে।’

এ সময় আগামী নির্বাচনে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ অন্যান্য ইসলামী দলগুলো একই ব্যালটে নির্বাচনের প্রত্যাশা করে বলে জানানো হয়।

এএম