রাজনীতি
0

‘বৈষম্য দূরীকরণে সরকার কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি’

চব্বিশে গণঅভ্যুত্থান হলেও বৈষম্য দূরীকরণে সরকার কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বরং নানা সংকট জিইয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী।

আজ (মঙ্গলবার, ২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংগঠনটির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এমনটা বলেন। এ সময় তিনি শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে দলটির সহ-সভাপতি মাসুদ রানা বলেন, ‘সংবিধান সংশোধনে কোন সংকটের সমাধান হবে না বরং দুর্বৃত্ত ব্যবসায়ীদের হাত থেকে দেশ ও দেশের অর্থনীতি বাঁচাতে হবে।’

বক্তব্য শেষে বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এসময় তাদের হাতে নানা লেখা সংবলিত প্লাকার্ড ছিল।

এএম