আজ (মঙ্গলবার, ২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংগঠনটির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এমনটা বলেন। এ সময় তিনি শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে দলটির সহ-সভাপতি মাসুদ রানা বলেন, ‘সংবিধান সংশোধনে কোন সংকটের সমাধান হবে না বরং দুর্বৃত্ত ব্যবসায়ীদের হাত থেকে দেশ ও দেশের অর্থনীতি বাঁচাতে হবে।’
বক্তব্য শেষে বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এসময় তাদের হাতে নানা লেখা সংবলিত প্লাকার্ড ছিল।