আজ (শনিবার, ১৮ জানুয়ারি) বিকেল ৫টায় শহরের পুরাতন আদালতপাড়া জেলা বিএনপির আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, 'বিএনপি একটা গণতান্ত্রিক দল হিসেবে এখন আমাদের দায়িত্ব দলকে সুসংগঠিত করা। সেই লক্ষে আমাদের নেতার নেতৃত্বে আমরা পুরো দেশে আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি আশা করি আমাদের সামনে যতই কঠিন সময় হোক, আমরা দলের সাংগঠনিক শক্তিশালীর মধ্যদিয়ে আমরা সেটাকে উত্তরণ ঘটাতে পারবো এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।'
এরআগে জেলা বিএনপির সভাপতি মো. আবদুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন বিএনপির সদস্য সচিব সরকার কুট্টি।