রাজনীতি
0

খালেদা জিয়ার লন্ডন যাত্রার সময় সড়কে যানজট সৃষ্টি হওয়ায় বিএনপির দুঃখপ্রকাশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রার সময় সড়কে যানজট সৃষ্টি হওয়ায় দলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, গত ৭ জানুয়ারি কাতার আমিরের পাঠানো বিশেষ বিমানে করে বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেন।

তিনি জানান, এ সময়ে গুলশানে নিজের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবার পথে বিপুল সংখ্যক জনগণ তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে আসেন।

এতে বলা হয়, দীর্ঘদিন অন্যায় আক্রোশের শিকার হওয়া প্রতি জনগণের অমূল্য এই ভালোবাসা প্রকাশের কারণে সেদিন রাস্তায় অনেক যানজট হয় এবং অনেকের জন্যে বিভিন্ন অসুবিধার কারণ হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে এজন্য আন্তরিক দুঃখপ্রকাশ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ঢাকাবাসী এই সাময়িক অসুবিধাকে সুনজরে দেখবেন বলে আমরা প্রত্যাশা করছি।

এএম