যশোর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘বিগত সরকার গত ১৫ বছরে শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে বেশি ধ্বংস করেছে। জামায়াত এমন শিক্ষা ব্যবস্থা চাই, যেখানে শিক্ষার্থীরা লেখাপড়া শেষে সার্টিফিকেটের সাথে একটা চাকরি নিয়ে বের হতে পারে।’
ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ ডিসেম্বরের বক্তব্যর সমালোচনা করে জামায়াতে আমীর বলেন, ‘দেশে আর চেতনার বড়ি বিক্রি হবে না। আমরা আর কারো দাস হবো না’
যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আজীজুর রহমানসহ নেতৃবৃন্দ।