রাজনীতি
0

স্বাধীনতা বিক্রি করে আওয়ামী লীগ ভারত পালিয়েছে: জামায়াত আমীর

স্বাধীনতা বিক্রি করে আওয়ামী লীগ ভারত পালিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। বিজয় দিবস উদযাপন উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশে তিনি জানান সংস্কার বা নির্বাচন আয়োজনে শিথিলতা বরদাশত করা হবে না। অন্যদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে বিজয় র‌্যালি করে ইসলামি ছাত্রশিবির।

নগর থেকে প্রান্তের প্রতিটি মানুষ যখন বিজয় উদযাপন করছে সেসময়ে রাজধানীতে বর্ণাঢ্য এক র‌্যালি করে ছাত্রশিবির। বায়তুল মোকাররম থেকে শুরু হওয়া বিজয় শোভাযাত্রায় যোগ দেয়া তরুণ কর্মী সমর্থক ও নেতারা বলছেন সার্বভৌমত্ব রক্ষা ও ভারতীয় আগ্রাসনে বিরুদ্ধে সোচ্চার থাকবে তারা।

আজ (সোমবার, ১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় বিজয় দিবস উদযাপন করতে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সমাবেশ আয়োজন করা হয়। বর্ণিল সাজের এই সমাবেশে রংবেরঙের ব্যানার ফেস্টুন, ক্যাপ-টিশার্ট পড়ে হাজির হন নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী নতুন জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই নতুন বাংলাদেশ গড়তে হবে। আওয়ামী লীগ স্বাধীনতাকে ছিনতাই করে মানুষের অধিকার হরণ করেছিলো।’

শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করতো। জনগণ তারা তাদের প্রজা এবং ভাড়াটিয়া বানিয়েছিল।’

৭১ এর পর ২৪ এর রক্ত দান যেন বৃথা না যায় সেবিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।’ সংস্কার বা নির্বাচনে শিথিলতা বরদাশত করা হবেনা বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াত আমীর বলেন, ‘গত ১৫ বছরে জঞ্জাল কিছু আবর্জনা তৈরি হয়েছিল। সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে। জনগণের ভোটার তালিকা শুদ্ধ করতে হবে।’

শুধু ঢাকাই নয় বন্দর নগরী চট্রগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে বিজয় শোভাযাত্রা করেছে জামায়াত ও এর সহযোগী সংগঠনগুলো।

বিজয় দিবস উদযাপনে আসা নেতাকর্মীদের মত আগামীর বাংলাদেশ যেন হয়ে ওঠে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের এক উর্বর ভূমি।

ইএ