রাজনীতি
0

মামলার কার্যক্রম শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মামলার কার্যক্রম শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন। আজ (বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর) লন্ডন সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে— এ বক্তব্য সম্পূর্ণ রাজনীতিবিরোধী। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে।’

এ সময় বিএনপির মহাসচিব ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেয়ার প্রস্তাব দেন।

এর আগে বুধবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওয়ানা দেন মির্জা ফখরুল। আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান।

গত ৩০ নভেম্বর সস্ত্রীক লন্ডনে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সফরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন তিনি।

এএম