রাজনীতি
0

'গণতন্ত্রের প্রয়োজনে লড়াইয়ের গতি বাড়বে রাজপথে'

গণতন্ত্রের প্রয়োজনে রাজপথে লড়াইয়ের গতি বাড়বে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ (বুধবার, ১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'আওয়ামী শাসনামলে গণতন্ত্রের জন্য বিএনপির করা আন্দোলন সংগ্রামকে অন্তর্বর্তী সরকার স্বীকার করে না। বৈষম্যবিরোধী স্লোগানের আড়ালে দেশে বৈষম্য তৈরি করা হচ্ছে।'

তিনি বলেন, 'গণতন্ত্রের প্রয়োজনে লড়াইয়ের গতি বাড়বে রাজপথে।'

সংস্কারের নামে গণতন্ত্র বিহীন রাষ্ট্র চলবে কি না? অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্যে প্রশ্ন করে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, 'নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে দেশি-বিদেশি ষড়যন্ত্র আরও বৃদ্ধি পাবে।'

তিনি বলেন, 'এলিট শ্রেণীর নয়, দেশের খেটে-খাওয়া সাধারণ মানুষের রক্তের বিনিময়েই জুলাই-আগস্ট অভ্যুত্থান সফল হয়েছে।'

এএম