রাজনীতি
0

দেশকে বাঁচাতে বিভাজন নয়, ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির মহাসচিবের

দেশকে বাঁচাতে বিভাজন নয়, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ড্যাবের আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

এছাড়া জনগণকে বিভ্রান্ত করে এমন মন্তব্য না করতে সরকারের দায়িত্বশীলদের প্রতিও আহ্বান ছিল তার।

মির্জা ফখরুল জানান, দেশে বিদেশে কিছু দায়িত্বহীন মানুষ জাতিকে উস্কে দিয়ে বিভাজন সৃষ্টি করছে। পত্রিকার অফিসে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব।

অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘পতিত আওয়ামী লীগ ইস্যু তৈরির অপচেষ্টা করছে। তাদের আইনের আওতায় না আনা হলে দেশে বিশৃঙ্খলা বাড়বে।’

এএম