রাজনীতি
0

সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান ড. মঈন খানের

প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

আজ (রোববার, ২৪ নভেম্বর) সকালে জিয়াউর রহমানের সমাধিতে সূরা ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন শেষে এ আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের সাথে সংস্কারের কোনো সম্পর্ক নেই।’ সেজন্য অহেতুক সময় নষ্ট না করার আহ্বান জানান বিএনপির এ নেতা।

অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা করে আসছে জানিয়ে তিনি বলেন, ক্ষমতার জন্য রাজনীতি করে না বিএনপি।

এএম