সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান ড. মঈন খানের

রাজনীতি
0

প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

আজ (রোববার, ২৪ নভেম্বর) সকালে জিয়াউর রহমানের সমাধিতে সূরা ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন শেষে এ আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের সাথে সংস্কারের কোনো সম্পর্ক নেই।’ সেজন্য অহেতুক সময় নষ্ট না করার আহ্বান জানান বিএনপির এ নেতা।

অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা করে আসছে জানিয়ে তিনি বলেন, ক্ষমতার জন্য রাজনীতি করে না বিএনপি।

এএম