রাজনীতি
0

ছাত্র-জনতার হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করার দাবি জামায়াতে ইসলামীর

স্বৈরাচার সরকার যেভাবে ছাত্র-জনতার ওপর হত্যাকাণ্ড চালিয়েছে তার বিচার বাংলার মাটিতে করার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল।

আজ (সোমবার, ৯ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, 'ছাত্র-জনতা হত্যার বিচারের পাশাপাশি ২০০৬ সালের ২৮ অক্টোবর ও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের তৌহিদি জনতা হত্যারও বিচার হবে।'

স্বৈরাচার সরকার ও তার দোসরদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মাধ্যমে বিচারের আওয়তায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতেরও দাবি জানান তিনি।

সভায় তিনি বলনে, জামায়েতে ইসলামী সাধারণ মানুষের জন্য রাজনীতি করে। তাই জামায়েতে ইসলামীকে কখনো জনবিচ্ছিন্ন করা যাবে না।

ইএ