দেশে এখন
রাজনীতি

‘নেতাকর্মীদের চাঙ্গা রাখতে আন্দোলনের ডাক দেয় বিএনপি’

নেতাকর্মীদের চাঙ্গা রাখতে বিএনপি আন্দোলনের ডাক দেয়, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিএনপিকে দোষারোপ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখনও নালিশ করে মার্কিন দূতাবাসে। বিএনপি নেতাকর্মীদের প্রশ্ন রেখে বলেন, ৫৪ দলের সরকারবিরোধী ঐক্যজোট কোথায়? কোনটারই অস্তিত্ব নেই। সরকারের ঘাড়ে দোষ দিয়ে পার পাবে না। নির্বাচন গ্রহণযোগ্য নিয়ে বিএনপির মন্তব্য পাগলের প্রলাপ।

সংবাদ সম্মেলনে নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও নির্বাচন শেষে জামিন দেয়ার সঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন করতে সরকারকের পরিকল্পনা ছিলো কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের আটক করা হয়েছিলো, বিষয়টি নির্বাচনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

সাংবাদিকের প্রশ্নে বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন, নেতাকর্মীদের চাঙ্গা রাখতে আন্দোলনের ডাক দেয় বিএনপি। আন্দোলনে সন্ত্রাস, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বাঁধা দেবে সরকার। তবে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপির বাঁধা নেই।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর