ঈদ উপলক্ষে সিলেটে পর্যটকের ঢল

ঈদ উপলক্ষে সিলেটে নেমেছে পর্যটকের ঢল | এখন
0

প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে সিলেটে নেমেছে পর্যটকের ঢল। আজ (মঙ্গলবার, ১ এপ্রিল) সকাল থেকেই সিলেটের প্রাকৃতিক পর্যটনকেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। স্বপরিবারে ঈদের আনন্দ উপভোগ দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ভ্রমণপিপাসুরা। পাহাড়, স্বচ্ছ নীল জলরাশি আর পাথরের সৌন্দর্য উপভোগ করতে সিলেটে এখন কয়েক লাখ পর্যটক।

বন্ধুদের সঙ্গে ঈদ উদযাপনে সিলেটের পর্যটনকেন্দ্র সাদা পাথরে ছুটে এসেছেন গাজীপুরের এই তরুণরা। মুগ্ধতা নিয়েই উপভোগ করছেন এখানকার সৌন্দর্য।

পর্যটকদের একজন বলেন, ‘প্রত্যেক বছরই এই ঈদের সময়ে আমরা ঘুরতে আসি। এই সময় সবাইকে একসঙ্গে পাওয়া যায়।’

আরেকজন বলেন, ‘বন্ধুদের সাথে ঘুরাঘুরি করা আমাদের মেইন বিষয়।’

সাদা পাথরে বয়ে যাওয়া ধলাই নদী বাংলাদেশ ও ভারতকে আলাদা করেছে। দুই পাড়ে সারি সারি সাদা রঙের পাথর। ওপরে নীল আকাশ আর তার ঠিক নিচে সবুজ পাহাড় বরাবরই পর্যটকদের মুগ্ধ করে। তাইতো যে কোন ছুটিতেই জনারণ্যে পরিনত হয় এই এলাকা।

পর্যটকদের আরেকজন বলেন, ‘জায়গাটা অনেক সুন্দর সাদা পাথরে না আসলে বুঝা যায় না।’

ঈদের প্রথম দিন থেকে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে কয়েক লাখ পর্যটক এসছেন বলে জানান ব্যাবসায়ীরা। এতে গতি বেড়েছে স্থানীয় অর্থনীতির।

ব্যবসায়ীদের একজন বলেন, ‘ঈদ উপলক্ষে মানুষ ভালো আসছে। ব্যবসা ভালো হচ্ছে।’ 

এবার সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর ছাড়াও জাফলং, লালাখাল ও চা বাগানগুলোতে আশানুরুপ পর্যটক এসেছেন বলে জানান খাত সংশ্লিষ্টরা।

ইএ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!