'অভ্যন্তরীণ রুটে লাইটারেজ জাহাজ চলবে শৃঙ্খলা মেনে'

অর্থনীতি , পরিষেবা
দেশে এখন
0

অভ্যন্তরীণ রুটে পণ্য পরিবহনে লাইটারেজ জাহাজ পরিচালনায় শৃঙ্খলা আনতে আগামী মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকে নৌ বাণিজ্য অধিদপ্তরের মুখ্য কমর্কর্তার কার্যালয়ের বরাদ্দ সিরিয়াল অনুসারে চলবে লাইটারেজ জাহাজ।

পণ্যের এজেন্ট ও কার্গো মালিকদের জাহাজের সিরিয়াল পেতে অগ্রিম পরিশোধ করতে হবে ভাড়ার ৬০ শতাংশ। পণ্য খালাস শেষে দিতে হবে বাকি ৪০ শতাংশ।

ওয়াটার ট্রান্সপোর্ট সেল ও ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চট্টগ্রাম আর পৃথকভাবে জাহাজ বরাদ্দ দিতে পারবে না। আগামী দুই মাস চলবে নৌ বাণিজ্য অধিদপ্তরের সিরিয়ালে। পরবর্তীতে একক প্লাটফর্ম গঠন করা হবে।

আগামী সপ্তাহের মধ্যে লাইটারেজ জাহাজ পরিচালনায় পূর্ণাঙ্গ রূপরেখা দেয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. মাকসুদ আলম।

এসএস