কৃষি , গ্রামীণ কৃষি
দেশে এখন
0

বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

সারাদেশে শুরু হয়েছে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান। চলতি বোরো মৌসুমে কৃষকের কাছ থেকে ৫ লাখ টন ধান এবং মিলারের কাছ থেকে ১১ লাখ টন চাল কিনবে সরকার। তবে, হাওরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় ধানকাটা প্রায় শেষদিকে হওয়ায় মধ্যস্বত্বভোগীরা বেশি লাভবান হবে দাবি কৃষকদের।

বোরো মৌসুমে সারাদেশে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এ বছর কৃষকের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান এবং মিলারের কাছ থেকে ৪৫ টাকা কেজি দরে ১১ লাখ টন চাল কিনবে সরকার।

চলতি মৌসুমে বগুড়া জেলায় ৫৫ হাজার ৪শ' ৩৭ টন চাল এবং কৃষকের কাছ থেকে ১১ হাজার ৬শ ৫২ টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ বছরে বোরো ধান এবং চালের নির্ধারণ করে দেয়া দামে খুশি মিল মালিক এবং কৃষক।

বগুড়া সদর খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী বলেন, 'ধান কাটা সবে শুরু হওয়ায় এবার পূরণ হবে লক্ষ্যমাত্রা।'

চাষিদের একজন বলেন, ‘সরকার আমাদের যে দাম দিয়েছে তাতে আমরা খুশি। এতে আমরা ধান দিতে রাজি আছি।’

এদিকে হবিগঞ্জেও শুরু হয়েছে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান। কৃষকদের দাবি মাঠের প্রায় ৯৯ শতাংশ ধান কাটা ও মাড়াই সম্পন্ন হয়েছে। পাওনা পরিশোধে অনেকেই ধান বিক্রি করে দিয়েছেন। ফলে লাভবান হবে মধ্যস্বত্বভোগীরা।

হাওরের জেলা সুনামগঞ্জেও কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৭মে) দুপুরে দুই কৃষকের কাছ থেকে ধান কিনে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

সুনামগঞ্জে চলতি মৌসুমে ১৩ লাখ ৭৭ হাজার ৫০৪ টন ধান উৎপাদন হয়েছে। যেখান থেকে সরকার ২৯ হাজার ৮শ' ১১ টন ধান কেনার লক্ষমাত্রা নির্ধারণ করেছে। তবে হয়রানি শিকার হওয়ায় সরকারি গুদামে ধান দিতে আগ্রহ কম ভাটি অঞ্চলের কৃষকদের।

কৃষকরা বলছেন, সরকার নির্ধারিত দামে ধান-চাল বিক্রি করতে পারলে তারা প্রত্যাশিত লাভের দেখা পাবেন।

ইএ