বাজার , কাঁচাবাজার
দেশে এখন

নাটোরের বাজারে বেগুনের কেজি ৫ টাকা

রমজানের শুরুতে উত্তাপ ছড়ানো বেগুনের বাজারে নেমেছে ধস। প্রতি কেজি পাইকারি বাজারে বেগুন বিক্রি হচ্ছে প্রকারভেদে ৫ থেকে ৭ টাকা কেজি। যেখানে প্রতি কেজি বেগুন উৎপাদন করতে কৃষকের খরচ গুণতে হয়েছে ২০ থেকে ২৫টাকা।

এমন চিত্র উত্তরের জেলা নাটোরের স্টেশন পাইকারি বাজারে। এছাড়া ক্রেতাদের নাগালে রয়েছে সব ধরনের সবজির দাম। 

ব্যবসায়ীরা জানান, চাহিদা কমার পাশাপাশি সরবরাহ বাড়ায় নাটোরের সব পাইকারি বাজারে ধ্বস নেমেছে সবজির দামে। রমজানের শুরুতে বেগুনের দাম ৬০ থেকে ৬৫ টাকা কেজি হলেও মঙ্গলবার (১৯ মার্চ) নাটোরের পাইকারি বাজারে ছোট বেগুন বিক্রি হয়েছে মাত্র ৪থেকে ৫ টাকা কেজি। আর বড় বেগুনের কেজিপ্রতি দাম ৭ টাকা। 

এছাড়া লাউ ৮ থেকে ১০ টাকা, করলা ২৫ থেকে ৩০ টাকা, টমেটো ২৮ থেকে ৩০ টাকা, শিম ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। লাল শাক ২ থেকে ৩ টাকা আঁটি, পালং শাক ১৫ টাকা কেজি এবং পুঁইশাক ১২ টাকা কেজিতে পাচ্ছেন ক্রেতারা।

অপরদিকে নাটোরে কমেছে পেঁয়াজ ও রসুনের দাম। তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। সরকার নির্ধারিত পেঁয়াজের দাম ৬৫ টাকা বেধে দেওয়া হলেও এ জেলায় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়, রসুন ১২০ টাকার জায়গায় বিক্রি হচ্ছে ৮০ টাকা প্রতি কেজি। এছাড়া আলুর দাম ৩৫ টাকার জায়গায় বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর