রমজান মাসে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র এই মাস জুড়েই ভোররাতে সেহরি খেয়ে করা হয় রোজার নিয়ত।
রহমত ও বরকতের এই মাসে সেহরির আয়োজন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম শিক্ষার্থী। ব্রাদার হুডের নামের সংগঠনটির নিমন্ত্রণে প্রতিদিনই বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে সেহেরি খেতে আসছেন শতাধিক অসচ্ছল শিক্ষার্থী, যারা একে অন্যের সহপাঠী।
শিক্ষার্থীরা জানান, একসাথে সেহেরি করতে পেরে খুশি তারা। বলেন, এমন আয়োজন রমজানকে আরো মহিমান্বিত করে তোলে।
আয়োজকরা বলছেন, নিজেদের পরিশুদ্ধি করতেই এমন আয়োজন। তাদের আশা, এমন উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও সুদৃঢ় হবে ভ্রাতৃত্বের বন্ধন। এই আয়োজন চলবে মাসব্যাপী।