রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১০ দিনের লাগাতার আন্দোলন স্থগিত

এখন জনপদে , শিক্ষা
দেশে এখন
0

দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক অবরোধ, মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শেষ হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১০ দিনের লাগাতার আন্দোলন।

শেষ দিন আজ (বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি) সকালে রবীন্দ্র বিশ্বদ্যিালয়ের ভাড়া ভবনের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীর। এরপর বেলা ১২ টা থেকে কিছুক্ষণ সময় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখে তারা।

মানববন্ধন ও অবরোধ কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, বিগত ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম সুবিধাও মেলেনি। একনেকর পরবর্তী সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকল্প অনুমোদন দিয়ে দ্রুত নির্মাণ কাজ শুরু না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে শিক্ষার্থীরা।

ইএ