স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে যুক্তরাজ্যের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা | এখন টিভি
0

বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য যুক্তরাজ্যের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির বাণিজ্য দূত ব্যারনেস রোজি উইন্টারটন।

আজ (বুধবার, ৯ এপ্রিল) যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন রোজি উইন্টারটন।

এসময় অধ্যাপক ইউনূস জানান, দেশ একটি রূপান্তরমূলক মুহূর্ত অতিক্রম করছে। বৈঠকে দু'পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ব্যারনেস।

একইদিনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন স্প্যানিশ পোশাক কোম্পানি ইন্ডিটেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গার্সিয়া ম্যাসেইরাস। তিনি চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সাথে একটি নতুন স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে ইন্ডিটেক্সের বাংলাদেশি কারখানা থেকে কমপক্ষে ৫০ জন নারী কর্মীর স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার জন্য অর্থায়নের প্রতিশ্রুতি ঘোষণা করেন।

এদিকে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে দেশের সিমেন্ট ব্যবহারের প্রবণতা, শিল্পের পরিবেশগত প্রভাব ও বাংলাদেশি বাজারের জন্য হোলসিম কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা করেন হোলসিম গ্রুপের নির্বাহী কমিটির সদস্য এবং এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অঞ্চল প্রধান মার্টিন ক্রিগনার।

এসএস