পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটটি দেশের অন্যতম নৌরুট, যেখানে প্রতিদিন তিন থেকে চার হাজার যানবাহন এবং কয়েক হাজার যাত্রী পারাপার হয়। তবে, ঈদ যাত্রায় এর সংখ্যা বাড়ে কয়েকগুণ।
আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) বেলা বাড়ার সাথে সাথে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে। আর দুপুরের পর থেকে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে ঘাট সংশ্লিষ্টরা।
এদিন পাটুরিয়া ঘাটে কথা হয় কয়েকজন যাত্রীর সঙ্গে। ঢাকা থেকে আসা একজন যাত্রী রায়হান বলেন, ‘প্রতিবারের মতো এই পথ দিয়েই কুষ্টিয়া যাব। সকাল বেলায় ঢাকা থেকে পরিবার নিয়ে বের হয়েছি। ভোগান্তি ছাড়াই ঘাটে এসেছি। তবে, মহাসড়ক ও ঘাট এলাকায় দুপুরের পর থেকে চাপ বাড়বে।’
বাস চালক সেন্টু মিয়া বলেন, ‘আগে যেমন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো এখন এত সময় অপেক্ষা করতে হয় না। তবে চাপ বাড়লে সমস্যা হতে পারে। তাই সিরিয়াল মেনে যেন বাস পারাপার করা হয়। আর মহাসড়কে তিন চাকার যানবাহন খুব সমস্যা করে। ঈদের সময় যেন এসব যানবাহন পুলিশ বন্ধ করে দেয়।’
পাটুরিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার পান্নালাল নন্দী জানান, যাত্রী পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২০টি লঞ্চ চলাচল করছে। গতকাল প্রায় আট হাজার যাত্রী পাড় করা হয়েছে। আজ বিকালের দিকে চাপ বাড়তে পারে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের এজিএম আবদুস সালাম জানান, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে যাত্রীদের এবং যানবাহনের দ্রুত পারাপার নিশ্চিত করা যায়। বর্তমানে ১৭টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে। তিনটি ঘাট সচল আছে। চাপ বাড়লেও যানবাহনগুলোকে বেশি সময় অপেক্ষা করতে হবে না।’