তিনি বলেন, ‘আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। অর্থাৎ একাত্তরের স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিলো না, সুতরাং এইদিনটাকে তারা খাটো করতে চায়।’
মির্জা আব্বাস বলেন, ‘আমি বলবো তারা যেন একটু নির্বিৃত্ত থাকে। এই স্বাধীনতা দিবসকে সম্মান জানায় এবং সম্মান করে। এই স্বাধীনতাকে আমরা যেন ধরে রাখতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যেন এ স্বাধীনতা ধরে রাখতে পারে এজন্য আমরা পরম করুণাময় মহান আল্লাহর কাছে দোয়া কামনা করবো।’
৫ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনৈক্যের বিষয়ে তিনি বলেন, এখানে অনৈক্যের কিছু নাই, স্বার্থের সংঘাত আছে। প্রতিটা দলের নিজ নিজ ইথিক্যাল জায়গা আছে। যার যার মতাদর্শ থেকে কথা বলছে। এটাকে আমি অনৈক্য বলবো না। তবে কেউ যদি অনৈক্য বলে, আমি বলবো কখনো যদি এমন সময় আসে যখন জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে তখন আমরা সবাই এক হয়ে যাব। এখানে কোনো ভুল নাই।’
এসময় নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টার এই কথায় বিশ্বাস রাখতে চায় বিএনপি।’ এদিন মির্জা আব্বাসের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।