বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আজ (শুক্রবার, ২১ মার্চ) বাদ জুম্মা পিলখানা বিজিবি কেন্দ্রীয় মসজিদে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন। এসময় বিজিবির সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ১৯ মার্চ পিলখানা বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে ৩ দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয় এবং আজ আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও ট্রফি বিতরণের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা সমাপ্ত হয়।
সারাদেশে বিজিবির বিভিন্ন সেক্টর থেকে আগত সর্বমোট ৩৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
আযান প্রতিযোগিতায় ময়মনসিংহ সেক্টরের অধীন ময়মনসিংহ ব্যাটালিয়নে (৩৯ বিজিবি) কর্মরত ল্যান্স নায়েক মো. আব্দুল গফুর খান প্রথম স্থান এবং কুষ্টিয়া সেক্টরের অধীন কুষ্টিয়া ব্যাটালিয়নে (৪৭ বিজিবি) কর্মরত সিপাহি মো. ইব্রাহীম কামাল দ্বিতীয় স্থান অধিকার করেন।
অপরদিকে, ক্বেরাত প্রতিযোগিতায় খুলনা সেক্টরের অধীন নীলডুমুর ব্যাটালিয়নে (১৭ বিজিবি) কর্মরত সিপাহি মো. আলী হোসাইন প্রথম স্থান এবং রামু সেক্টরের অধীন রামু ব্যাটালিয়নে (৩০ বিজিবি) কর্মরত সিপাহি মো. ইসমাইল হোসেন দ্বিতীয় স্থান অধিকার করেন।
আযান ও ক্বেরাত উভয় প্রতিযোগিতায় দলগতভাবে কুষ্টিয়া সেক্টর চ্যাম্পিয়ন এবং খুলনা সেক্টর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।—সংবাদ বিজ্ঞপ্তি