তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না? কিন্তু এ কথা উঠছে না এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কি না? কারা চালিয়েছে? এটা কি মানুষ দেখে নি? কোন পুলিশ, কোন ওসি, কোন এসি, কোনো ডিসি এখানে কী ভূমিকা রেখেছে? আওয়ামী লীগের কোন নেতার নির্দেশ ছিল? আপনারা তাদের বিচার করুন।
রুহুল কবির রিজভী বলেন, ‘যারা আন্দোলনে গণহত্যার সাথে জড়িত নয় এমন নেতৃত্বের মাধ্যমে যদি আওয়ামী লীগ আসে, জনগণ যদি রাজনীতি করার সুযোগ দেয় তাহলে আমাদের কিছু বলার নেই।’
গণহত্যাসহ আওয়ামী লীগের সব অন্যায়ের বিচার হতে হবে। তবে আওয়ামী লীগের যারা কোনো অপরাধের সাথে জড়িত নয় জনগণ চাইলে তাদের রাজনীতিতে কোনো বাধা নেই।’
অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যারা ক্ষমতায় আসবে তারাই সংস্কারের কাজ করবে বলেও জানান তিনি। রিজভী বলেন, ‘বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে, যা কাম্য নয়।’